Monday, January 13, 2025
- Advertisement -

পুখুরিয়া থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচী পালন

- Advertisement -

পার্থ ঝা, মালদা- দূর্ঘটনা কমাতে মালদা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্ম সূচী হিসেবে র‍্যালি করা হচ্ছে। এ দিন পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এগিয়ে এল পুখুরিয়া থানার পুলিশ। সারা রাজ্যে জুড়ে দূর্ঘটনা কমাতে এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে। তাই পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পথ নিরাপত্তা কর্ম সূচী পালন করা হল। এ দিন পুখুরিয়া থানা থেকে একটি র‍্যালি করা হয়। পাশাপাশি সাধারণ জনগণ সহ মোটরবাইক চালকদের সচেতন করতে হেলমেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মালতি পুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুর্খার্জী। রতুয়া ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী দাস। জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবীর। পুখুরিয়া থানার ওসি গৌতম দাস সহ অনান্য পুলিশ কর্তাগণ।

নদীয়ার শান্তিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায়, মৃত রেল লাইনের বসবাসকারী এক ব্যক্তির

রাজ্যে পুলিশের স্থায়ী DG পদে নিয়োগ করা হলো মনোজ মালব্য কে  আগামী ২ বছরের জন্য তিনি এই পদে বসতে চলেছেন

রাজ্যের তৈরী পেগাসাস তদন্ত কমিশনের যাবতীয় নথি রাজ্যপাল কে জমা না করায়, ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়

পুখুরিয়া থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচী পালন

আরও খবর- WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক । যেখানে রয়েছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি , ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা , ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা , বাঁকুড়া বিধানসভার বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা । Continue Reading

আরও খবর- বড়োদিনের ঠিক আগের রাতে প্রশাসনিক কর্মকর্তারা হাজির হলেন শান্তাক্লজ রূপে

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-বড়ো দিনের ঠিক আগের রাতে প্রশাসনিক কর্মকর্তারা হাজির হলেন শান্তাক্লজ রূপে। গাড়িতে চেপে ঘুরে বেড়ালেন মহকুমার একপ্রান্ত থেকে অপর প্রান্ত।শীতের কামড় খেতে খেতেই যাদের কাছে প্রতিটি রাত হয়ে ওঠে এক একটি লড়াই, যাদের কাছে প্রতিদিনই একটা সংগ্রাম, তাদের কাছে বড় দিনের আনন্দের একটু রেশ পৌঁছে দিতে উদ্যোগী হলো ঘাটাল প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments