নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পুলিশি সন্ত্রাস আমাদের কাছে বড় বাধার কারণ সোনামুখীতে এসে বললেন সাংসদ সৌমিত্র খাঁ।আবারো চাঁচা ছোলা ভাষায় পুলিশকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ-সভাপতি সৌমিত্র খাঁ । শনিবার সোনামুখী পৌর শহরের একটি বেসরকারী লজে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোনামুখী পৌরশহরের বিজেপি কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন তিনি। পৃথিবীর সুত্র জানতে পারা যায় নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলিশকে আক্রমণ করেন। তিনি বলেন, সোনামুখীতে আমরা জিতছি এখানে তৃণমূলের কোন জায়গা নেই। পুলিশি সন্ত্রাস আমাদের বাধার কারণ পুলিশ সবাইকে থেট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সোনামুখীর মানুষ পুলিশকে জব্দ করতে জানে সময় আসুক বুঝিয়ে দেব ।
বিষ্ণুপুর ও বাঁকুড়া পৌরসভায় বিজেপি’র জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , সোনামুখী বাঁকুড়া ও বিষ্ণুপুর তিনটি পৌরসভাতেই আমরা ফাইট দেবো। যদি পুলিশ তৃণমূলের প্রার্থী না হয় তাহলে বাঁকুড়া জেলায় তৃণমূলের কোন জায়গা নেই । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভানেত্রী শম্পা গোস্বামী বলেন , এটুকু নিশ্চিত সোনামুখী পৌরসভায় বিজেপি জয়লাভ করবে ।
পুলিশি সন্ত্রাস আমাদের কাছে বড় বাধার কারণ সোনামুখীতে এসে বললেন সাংসদ সৌমিত্র খাঁ
More News – বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বাড়ি সহ দুই দিনমজুরের বাড়ি
পার্থ ঝা,মালদা:- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বসত বাড়ির সহ দুই দিন মজুরের তিনটি ঘর। অগ্নি কাণ্ডটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছেন রফিকুল ইসলাম, ফাজেরুল আলি ও নাসিমা বেওয়া। আগুন কিভাবে লেগেছে তা সঠিক জানা যায়নি।
জানা যায় আগুনের লেলিহান শিখা এতই তেজ ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও অলংকার এবং কিছু টাকা পয়সা। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর দেওয়া হয় তুলসী হাটা দমকল অফিসে। Continue Reading