Saturday, December 7, 2024
- Advertisement -

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে বারাসাত চাঁপাডালিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরালেন INTTUC জেলা সভাপতি তাপস দাসগুপ্ত।

- Advertisement -

নিশীথ দাস, বারাসাত, উত্তর ২৪ পরগনা:- বারাসাত শহর ট্রড ইউনিয়নের পক্ষ থেকে বারাসাত পুরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধানকে সংবর্ধিত করা হল বুধবার বিকেলে চাঁপাডালিতে।বারাসাত শহর ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে বুধবার বিকালে বারাসাত চাঁপাডালি মোড়ে সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানে বারাসাত পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান অশনি মুখার্জি ও উপপৌরপ্রধান তাপস দাসগুপ্ত মহাশয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন বারাসাত শহর ট্রেড ইউনিয়ন নেতৃত্বের পাশাপাশি এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। গত সাতদিনে একাধিকবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন INTTUC জেলা সভাপতি তথা বারাসাত পুরসভা উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত।

তিনি বলেন ভারতবর্ষে ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর কোন কাজ সঠিক করেছে বলে জানা নেই, গরীব মানুষের জন্য তিনি ভাবেননি।সমাজের ১ শতাংশ ধনিদের কথা ভেবেই এই সরকারটা চালাচ্ছে। গত একসপ্তাহে একাধিক বার পেট্রোপন্যের দাম বৃদ্ধি করেছে, এর ফলে যেমন পরিবহনের সমস্যা বাড়বে ঠিক তেমনই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে গৃহস্থের সমস্যা বাড়বে।এই বিষয়ে ভাবার অবকাশ নেই দেশের প্রধানমন্ত্রীর।এর বিরুদ্ধে আগামী ২রা এপ্রিল থেকে INTTUC র তরফ থেকে আন্দলনে নামবে বলে জানান তাপস দাসগুপ্ত।

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে বারাসাত চাঁপাডালিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরালেন INTTUC জেলা সভাপতি তাপস দাসগুপ্ত।

MORE NEWS – বঙ্গ জননীরা আজ পথে , তাদের অধিকার বুঝে নিতে।। জয়পুরের রাস্তায়।

বাঁকুড়া, জয়পুর, ইনামূল ভূঁইয়া:- আজ কোতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়।যেমন রান্নার গ্যাস, যানবাহনের জ্বালানির এবং প্রতিদিন খুন, ধর্ষণ হচ্ছে তারোও বিপক্ষে সরব বিষ্নুপুর জেলা সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদীকা সুষমা রায় এবং বিশেষ ভাবে আক্রমণ করেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জী কড়া ভাষায় আক্রমণ করেন দিল্লির মসনদে বসে থাকা বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন বাদ যায়নি বামেরা। প্রায় ১০০০ মহিলা নিয়ে জয়পুর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জয়পুর কৃষক বাজারে এই প্রতিবাদী পথসভার সমাপ্তি ঘটে।

বনধের প্রথম দিনে অত্যন্ত সক্রিয় পুলিশ প্রশাসন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments