Saturday, December 7, 2024
- Advertisement -

পৌরসভা নির্বাচনের আগে সোনামুখীতে বড় ধাক্কা বিজেপির

- Advertisement -

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া :- সামনেই পৌরসভা নির্বাচন হাতে মাত্র আর কয়েকটা সপ্তাহ । তার পরেই বেজে উঠবে পৌরসভার নির্বাচনী ঘন্টা । এই পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো সোনামুখী পৌরসভার বিজেপি নেতৃত্ব । বৃহস্পতিবার সোনামুখী পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে থান্দারপাড়ায় দুই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রবাল মুখার্জির নেতৃত্বে একটি যোগদান মেলার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । যেখানে বিজেপি থেকে প্রায় তিনশ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

যোগদান কারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সোনামুখী পৌরশহরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এই যোগ দানের ফলে সোনামুখী পৌরসভা এলাকায় নির্বাচনের আগে বিজেপির পায়ের তলার মাটি আরো দুর্বল হলো এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । অন্যদিকে পাল্লায় ভারী হল তৃণমূল কংগ্রেস যা তৃণমূল কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা করবে । তবে এই যোগদান তৃণমূল কংগ্রেসের কতটা কাজে আসে তার উত্তর দেবে নির্বাচনী ফলাফল ।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নীলকান্ত থান্দার জানান, বিজেপি মানুষের পাশে থাকে না । তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেন তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রবাল মুখার্জি বলেন, সকলেই নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । এর ফলে তৃণমূল কংগ্রেসে আরো বেশি শক্তিশালী হবে বলে মনে করেন তিনি ।

পৌরসভা নির্বাচনের আগে সোনামুখীতে বড় ধাক্কা বিজেপির

গাছ লাগানোর বার্তা দিলেন ব্লক২ সভাপতি অরুমায় গায়েন

More News- সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া :- এক সময়ের দাপুটে সিপিআইএম নেতা দীর্ঘদিন সোনামুখী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন এবার তিনি পৌরসভা নির্বাচনের আগে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । সোনামুখী পৌরসভার সিপিআইএমের দশ বছরের প্রাক্তন চেয়ারম্যান কুশল ব্যানার্জি বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এলেন । তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী এবং সোনামুখী পৌরশহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments