শুভ চক্রবর্তী ,পশ্চিম মেদিনীপুর :- পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মাঠে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলার বিভিন্ন জায়গায় কর্মশালার আয়োজন শুরু করল। বুধবার কেশপুর ও ঘাটাল শাখার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হলো। আগামী পৌর নির্বাচনে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দেবার জন্য শিক্ষক সমাজকে শামিল হওয়ার আহ্বান জানানো হয় এ দিনের সভা গুলি থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে। প্রতিটি সভাতে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের উদ্দ্যেশ্যে অনিমেষ বাবু বলেন করো না পরিস্থিতির সময় রাজ্য সরকারের প্রতিটা দপ্তর সমস্যার সম্মুখীন হলেও একমাত্র শিক্ষা দপ্তর কে দুহাতে আগলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের উচিত নির্বাচনে তার হাত শক্ত করা। আগামী পৌর নির্বাচনে প্রতিটি পৌরসভায় শিক্ষক মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান দিকে দিকে পৌঁছে দেবেন এমন টাই আশা করব
পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মাঠে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস
More News – পানিপারুলে “ন্যায্যমূল্যে ধান ক্রয়” কেন্দ্রের শুভ উদ্বোধন
চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- এগরা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে পানিপারুলে “ন্যায্যমূল্যে ধান ক্রয়” কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন এগরা’র বিধায়ক তরুণ কুমার মাইতি। আজ,বুধবার সকালে এই ” ন্যায্যমূল্যে ধানক্রয়” কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,সহ – সভাপতি শ্রীপতি প্রধান সহ অন্যান্য শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ। পঞ্চায়েত সমিতির সদস্যরা বিধায়ক তরুণ বাবু কে ফুলের স্তবক দিয়ে সন্মান জ্ঞাপন করেন। আগামী দিনে এলাকাবাসী ও নেতৃত্ব দের কাছে থাকার আশ্বাস দেন বিধায়ক।
পঞ্চায়েত সমিতির এইরূপ পরিকল্পনায় বহু কৃষক উপকৃত হয়েছেন। কৃষকের উৎপাদিত পণ্য অর্থাৎ ধান, বিপণনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে। বিধায়ক তরুণ কুমার মাইতি কে কাছে পেয়ে খুশি পঞ্চায়েত সমিতির সদস্য থেকে এলাকার বাসিন্দারা।