Wednesday, December 4, 2024
- Advertisement -

প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে রয়েছে ধর্মীয় সংগঠন উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়া জামায়েত ।

- Advertisement -

 

নিজস্ব প্রতিনিধি :- বিগত এক সাপ্তাহ ধরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে বন‍্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে যুব আহলেসুন্নতের কর্মকর্তারা

গত শনিবার থেকে উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন‍্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। শনিবার কাছাড়ে,রবিবার করিমগঞ্জে এবং আজ সোমবার হাইলাকান্দিতে বন‍্যদুর্গতদের মধ্যে জমাতের কর্মকর্তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসব ত্রাণের প‍্যাকেট দেখে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হাতে নিয়ে বলেছেন ‘বাহ এত বেশি করে দেওয়া হচ্ছে’ এবং তিনি এর প্রশংসাও করেছেন। দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার নির্দেশ ইসলামে রয়েছে ।

বরাক উপত্যকার বানবাসীদের মধ্যে সাধ‍্যানুযায়ী ত্রাণ সাহায্য করছে আহলেসুন্নত ওয়াল জমাত। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এভাবেই মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ঠ ইসলামীক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর।

যেসব সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন এবং সামর্থবানরা এই দূর্যোগের সময়ে মানুষকে সাহায্য করতেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি

তিনি আরও বলেন, এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাহাতে কোনো ধরনের বৈষম্য না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। এমনকি আমরা এখানে বৈষম্য করলে মহান আল্লাহ আমাদের সঙ্গে বৈষম্য করবেন যাহা প্রতিটি ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। তাই আমরা সবাই এক মালিকের দাস,আমরা সকলের প্রতিপালক একজন।

এদিকে আসন্ন ঈদুল আজহার কুরবানী প্রসঙ্গে তিনি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্বৃতি দিয়ে বলেন “হত্যা নয় আজ সত্য-গ্ৰহ শক্তির উদ্বোধন”। তাছাড়া অন‍্যের ধর্মীয় ভাবাবেগে যাহাতে কোন আঘাত না আসে শান্তিপূর্ণভাবে কুরবানীর কাজ সম্পাদন করার আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামীক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহলেসুন্নতের সদস্য অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, হাইলাকান্দি জেলা আহলেসুন্নতের সভাপতি আছদ্দর আলী বড়ভূইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, প্রচার সম্পাদক সুজন আহমেদ লস্কর, হিলাল উদ্দিন, বাসটেন্ড ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হাজী জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বড়ভূইয়া, মহিম উদ্দিন হাজারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments