Tuesday, March 25, 2025
- Advertisement -

ফের মালদায় নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন, আতঙ্কে গঙ্গার পাড়ের বাসিন্দারা।

- Advertisement -

 

বিশ্বজিৎ মন্ডল মালদা :-
কালিয়াচক-‌৩ ব্লকে আচমকা শুরু হয়েছে গঙ্গার ভাঙন। আতঙ্গে গঙ্গার পাড়ের বাসিন্দারা। ইতিমধ্যে নিজেদের বাড়িঘর সরাতে শুরু করেছেন তাঁরা। আতঙ্গে রাতের ঘুম উড়েছে তাঁদের। এদিন নতুন করে ব্যাপক ভাঙনে আতঙ্কিত গঙ্গার পাড়ের বাসিন্দারা। কালিয়াচক-৩ ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রামপঞ্চায়েত এলাকার কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে উদ্বিগ্ন শতাধিক পরিবার। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০০ মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। গঙ্গার জল বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। কয়েক ঘণ্টা ধরে ভাঙন চললেও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার পাড়ের মানুষদের। পারলালপুর রাধাগোবিন্দ মন্দির থেকে গোলাপ মণ্ডলপাড়া, পার পরাণপাড়া-‌সহ বেশ কয়েকটি গ্রামের ২৫০ পরিবার গঙ্গার ভাঙনে নতুন করে আতঙ্কিত তাঁরা। এখন গ্রামবাসীরা ভাঙনের মুখে দাঁড়িয়ে। এলাকাবাসী জানান গতকাল থেকে ভাঙনের আতঙ্ক শুরু হয়েছে। বাড়িঘর সরানোর কাজ শুরু হয়েছে। গঙ্গার ভয়াবহ রূপ আমরা দেখেছি। কোথায় গিয়ে আমরা এখন আশ্রয় নেব বুঝতে পারছি না।’‌ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান সুলেখা চৌধুরি জানান, ‘‌ভাঙনের খবর পেয়ে বিষয়টি ব্লকে জানিয়েছি। এই এলাকায় বেশ কিছু বাড়ি এখন ক্ষতির মুখে। ইতিমধ্যে জমি, গাছপালা তলিয়ে গেছে। কোনও ভাঙনে ক্ষতিগ্রস্ত না হলেও আতঙ্কিত মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। প্রায় ১৫ পরিবার ঘরবাড়ি ভেঙে নিজেরা সরিয়ে নিয়েছেন।’‌ কালিয়াচক-৩ ব্লকের বিডিও মামুন আক্তার জানান, ‘‌ভাঙনের খবর পেয়ে অফিস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির রিপোর্ট আসবে, তারপরেই বলা যাবে। ব্লক প্রশাসন পাশে রয়েছে।’‌ জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার বিপ্লবকান্তি রায় জানান, ‘‌গঙ্গার জল বাড়ছে। কালিয়াচক-৩ ব্লকে গঙ্গার ভাঙনের খবর এসেছে। জেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট রয়েছি আমরা।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments