Wednesday, December 4, 2024
- Advertisement -

বসন্ত উৎসব সবারে করি আহ্বান সংস্থার উদ্যোগে

- Advertisement -

TV 20 BANGLA – বীরভূম থেকে সেখ ওলি মহম্মদ-এর রিপোর্ট – ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। আবিরে ভেসে যাওয়া, রঙের খেলা, বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বসন্ত উৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের “সবারে করি আহ্বান” সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে সংলগ্ন মুক্ত মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন এই সংস্থার ছাত্রীদের নিয়ে কবিতা, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা দাস, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাগর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, বিশিষ্ট সমাজসেবী আলো সরকার, শুভ্রা পাণ্ডে, সবারে করি আহ্বান সংস্থার সম্পাদিকা সুতপা কবিরাজ, কোষাধ্যক্ষ দেবাশিষ মুখার্জী সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক সন্তোষ পাল এবং বিশিষ্ট শিক্ষক দীপক দত্ত। সবশেষে আবীর খেলায় মেতে ওঠেন সংস্থার সদস্য, সদস্যা এবং কচি কাঁচারা।

সবারে করি আহ্বান সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব

নিজের জন্মদিনে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার দুবরাজপুরে

More News – উত্তরাঞ্চল ক্লাবের উদ্যোগে ‘রঙের টানে ফুলের টানে’ অনুষ্ঠান

বসন্ত উৎসব সবারে করি আহ্বান সংস্থার উদ্যোগে

রশীত কাটিয়ে বসন্তের ছোঁয়া লাগতেই চারিদিকে বসন্ত উৎসবে আনন্দে আত্মহারা সকলে। বিগত দুই বছর ধরে করোনা আবহে বসন্ত উৎসবে মানুষ আগেকার মতো ব্যাপকভাবে শামিল হতে পারেনি। তাই এবারে করোনা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হওয়ায় বীরভূম জেলা জুড়ে বসন্ত উৎসবে সামিল হয়েছেন সকলে। তাই গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে উত্তরাঞ্চল ক্লাবের মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। যার নাম দেওয়া হয়েছে রঙের টানে ফুলের টানে। উল্লেখ্য, প্রতিবছর এই সময়ে দুবরাজপুর রেল স্টেশন সংলগ্ন একটি জঙ্গলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। কিন্তু তীব্র দাবদাহের কারণে কচিকাঁচাদের কথা মাথায় রেখে ক্লাব প্রাঙ্গণেই এই অনুষ্ঠান করা হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোনামনি বাগদি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্জুন চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুন্ডু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি সহ আরো অনেকে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলার মীরাক্কেল খ্যাত অতনু বর্মন ও কাকলি দাস।

উত্তরাঞ্চল ক্লাবের সদস্য বিশ্বজিত ব্যানার্জি জানান, এ বছর উত্তরাঞ্চল ক্লাবের বসন্ত উৎসব সপ্তম বর্ষে পদার্পণ করল। এর নাম দেওয়া হয়েছে রঙের টানে ফুলের টানে। মানুষ রঙ ও ফুলকে ভালবেসে আসুক। মনের আনন্দে মেতে উঠুক সাংস্কৃতিক অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ থেকে বাউল, নাচ, আবৃত্তি, গান বিভিন্ন আঙ্গিকে এবং সবগুলোকে নিয়ে এই অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments