Friday, December 6, 2024
- Advertisement -

বাঙাল বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো ঐতিহ্য আজও অমলিন

- Advertisement -

প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতে আপামর বাঙালি, মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষ ভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে, যেমন মুর্শিদাবাদের কান্দির সাহা পরিবার পারম্পরিক রীতি মেনে যুগ যুগ ধরে মাটির সড়াই লক্ষ্মী পুজোর আয়োজন করে আসছে, পাশাপাশি কান্দির সাহা পরিবারের এই লক্ষ্মী পূজায় কিছু বিশেষ রীতি রেওয়াজ চলে আসছে আজও যেমন লক্ষ্মী দেবীকে অর্পণ করা হয় এখানে বউ নারকেল বিভিন্ন রকমের নাড়ু এবং ধন কুবের পুজো করা হয় ধন-সম্পদের আশায়। সাহা পরিবারের সদস্যরা জানিয়েছেন লক্ষী পূজোতে সারাদিনে নির্জলা উপোস থেকে পরিবারের সদস্যরা লক্ষ্মী দেবীর ভোগ প্রস্তুত করে এবং অঞ্জলি দেবার পর খাবার খায় শুধু তাই নয় এলাকাবাসীদের লক্ষ্মীর ভোগ খাওয়ানোর রীতি এই পরিবারে চলে আসছে কষ্মিনকাল থেকে।

বাঙাল বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো ঐতিহ্য আজও অমলিন

সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোয় ধনো দেবী লক্ষ্মীর কাছে নিষ্ঠাভরে শান্তি ও প্রাচুর্যের আরাধনা করে থাকে পরিবারের সদস্যরা। সাহা পরিবারের লক্ষীপূজা দেখতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আত্মীয় পরিজন ছুটে আসে কোজাগরী লক্ষ্মী পূজার সময়। আরম্ভর সঙ্গে নিষ্ঠা এবং পুজোর রীতিনীতি বজায় রেখে এবছরও মহাসমারোহে লক্ষ্মী পুজোর আয়োজন করল কান্দির সাহা পরিবার।

Election campaign প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে গেলেন তৃণমূল প্রার্থী হাসিবুর রহমান

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়

More News – একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সুকান্ত পল্লী থেকে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বন দপ্তর। সোনামুখী কলেজের সামনে সুকান্ত পল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা একটি বিষধর চন্দ্র বোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানতে পারা যায় সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন তিনিই প্রথম এই বিষধর চন্দ্র বোড়া সাপটিকে দেখতে পান। তখন তিনি বনদপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয় Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments