বাড়তি মহিলা সুরক্ষা প্রদান করতে এবার বাঁকুড়ার রাস্তায় দাপিয়ে বেড়াবে ‘গোলাপি নারী সুরক্ষা বাহিনী’, শারদীয়ার পূর্বে অভিনব পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের
নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :- যারা নারীর প্রতি অত্যাচার ও শ্লীলতাহানি করে গা ঢাকা দেয়। তারা আর নিরাপদ নয়, কারণ নারী শক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নারী পিঙ্ক মোবাইল বাহিনী বাঁকুড়া জেলার প্রতিটি কোণায় দাপিয়ে বেড়াবে, মোতায়েন করা হবে অ্যাপও।’গোলাপী মহিলা পুলিশের’ টিম চোখের পলকে ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের জন্য গ্রহণ করবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ।বাঁকুড়া জেলা পুলিশের এই উচ্চাভিলাষী প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ গোলাপী মহিলা বাহিনী চালু করেন তিনি। পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, রাস্তা, ঘাট, কর্মস্থল ও জনসাধারণের স্থানে নারীদের শ্লীলতাহানি ও গুরুতর অপরাধসহ যেকোনো ধরনের অপরাধমূলক ঘটনা কোনো মূল্যে বরদাস্ত করা হবে না।
আর নারী শক্তি অ্যাপের মাধ্যমে পুলিশ মোবাইলে এই ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা দল ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের দমনের কাজ শেষ করবে।