Saturday, December 7, 2024
- Advertisement -

বাবাকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত ছেলে পলাতক

- Advertisement -

 

নারায়ণ সরকার, মালদা :-  বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটতেই শুক্রবার রাতে মালদহের কালিয়াচক থানার নওদা বিনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম গৌতম মন্ডল(৪২) জানা যায় এদিন রাত্রে তার ছেলে সদাই মন্ডল বাবা গৌতম মন্ডলের কাছে টাকা চাই। বাবার টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন গলায় মাথায় এবং ঘাড়ে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার। তবে এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments