নিজস্ব প্রতিনিধি :-বাড়ির পুরনো জামাকাপড় ও বইপত্র সংগ্রহ করে সে গুলি দুঃস্থ ও প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য একটি গাড়ি ‘অর্পণ’ আনুষ্ঠানিক সূচনা হলো রবিবার। মানবিক সংস্থানের উদ্যোগে মেদিনীপুর শহরের রাজা বাজারে নেতাজি মূর্তির পাদদেশে এই প্রকল্পের যৌথ ভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লানকুসুম ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌর সভার প্রাশাসক সৌমেন খান, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনন্দ গোপাল মাইতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. সুরজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহা প্রমুখ। মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন ও নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া।
বাড়ির পুরনো জামাকাপড় ও বইপত্র সংগ্রহ করে সেগুলি দুঃস্থ ও প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য একটি গাড়ি ‘অর্পণ’ আনুষ্ঠানিক সূচনা হলো
সংস্থানের ভূয়সী প্রশংসা করে তিনি এই ‘অর্পণ’ প্রকল্পের জন্য নিজের কিছু পুরনো জামাকাপড়ও তুলে দেন মানবিক সংস্থানের হাতে। শহরের স্যান্টাফোকিয়া ক্লাবের পক্ষ থেকে গৌরীশঙ্কর সরকার ছাড়াও অনেক পথচলতি মানুষজন নিজেদের ব্যবহৃত জামাকাপড়, বই পত্র জমা দেন এদিন। মূলত অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষের মস্তিষ্ক প্রসূত ও সাহায্য প্রাপ্ত এই প্রকল্প তথা গাড়িটি শহরের বিভিন্ন পাড়ায় গিয়ে ব্যবহৃত সামগ্রী জমা নেওয়ার ব্যবস্থা করবে। সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক, পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শ্রী অনুপম রায় জানিয়েছেন, জমা পড়া জামাকাপড় গুলি ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে দুঃস্থ ও প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও এই গাড়িতে কিছু বই জন সাধারণের জন্য রাখা থাকবে।
পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি
ভ্রাম্যমাণ লাইব্রেরির মতো যেকেউ সেই বই সেখানে পড়তে পারে। পৌরসভার প্রশাসক সৌমেন খান এই প্রকল্পে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিন মানবিক সংস্থানের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রলয়কান্তি সাঁতরা, সৌভিক ব্যানার্জি, দেবকুমার নায়েক, সৌগত পাল, তাপস কুমার দাস, সন্দীপ সরকার, অর্ণব দে, মৌমিতা রায় প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্প নিরবচ্ছিন্ন ভাবে চলবে।