মাধব দেবনাথ, নদীয়া:- গতকাল বিধানসভার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়ক এর মধ্যে হাতিহাতি শুরু হয়। ঘটনার জেরে কার্যত রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোন বিধায়কের নাক ফেটে যায় আবার কোন বিধায়কের চশমা ভেঙে যায়। এর পাশাপাশি কয়েকজন বিধায়কের জামাও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন। প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালায় বলে তৃণমূল বিধায়কদের দাবি। যদিও তৃণমূল বিধায়ক রাই হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের।
তাদের দাবি যেহেতু আমরা বিধানসভায় সংখ্যালঘু সেই কারণেই বিরোধীদের স্বাধীনতা কেড়ে নিতে এই হামলা চালিয়েছে তৃণমূল। মূলত সেই দাবি তুলে গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। সেইমতো এদিন শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি যারা বিজেপি বিধায়কের উপর আক্রমণ চালিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিধানসভার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
MORE NEWS – ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির।
পার্থ ঝা,মালদা, ২৯ মার্চ:- রেললাইন পার হতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চপল্লী রেল গেটের কাছে। এই ঘটনার পর রেল পুলিশের কর্মীরা এসে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনয় সাহা (৫০)। তার বাড়ি মালঞ্চ পল্লী এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই সময় পিছন থেকে একটি মাল গাড়ি ধাক্কা মারে তাকে। আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।