Friday, June 13, 2025
- Advertisement -

বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ 

- Advertisement -

বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ

মনিপুষ্পক খাঁ : – আজকাল বিয়ের আবার বয়স হয় নাকী ? আর বিবাহের পাত্র যখন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তখন তো কেয়া বাত। ঠিকই শুনেছেন বিবাহ করতে চলেছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, শুক্রবার রেজিস্ট্রি করছেন দিলীপ ও তার হবু স্ত্রী।

রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। ঘনিষ্ঠ মহলের খবর দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রেই আলাপ।মায়ের আবদারেই বিয়ে করছেন দিলীপ। জানা যাচ্ছে রিঙ্কু ডিভোর্সি।

তার একটি ২৫ বছরের ছেলেও আছে। দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলিপকে বলেছেন যে, আমি না থাকলে তোকে কে দেখবে। তাই বিয়ে করতেই হবে। সুতরাং মায়ের এই কথাই ৬০ বছরের দিলীপকে বিয়ের পিঁড়িতে বসতে সাহায্য করছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments