Monday, January 13, 2025
- Advertisement -

বোমা উদ্ধার খয়রাশোলে।

- Advertisement -

সেখ ওলি মহম্মদ, বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে তল্লাশি। বোমা উদ্ধারের অভিযানে নেমেছে বীরভূম জেলা পুলিশ। আজ বীরভূম জেলার পাঁচড়া থেকে খয়রাশোল যাওয়ার রাস্তায় খয়রাশোল থানা এলাকার জোড়া বটতলা বাস স্ট্যান্ডের পাশে একটি শরঝোপে একটি বালতি ও প্লাস্টিকের জারে প্রায় ৩৫ টি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম্ব স্কোয়াড টিমকে।

বোমা উদ্ধার খয়রাশোলে।

MORE NEWS – ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার।

সেখ ওলি মহম্মদ, বীরভূম:- আজ বুধবার বীরভূম জেলার দুবরাজপুর থানার বালিজুড়ি পঞ্চায়েতের হালসোত গ্ৰামে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, লোকটি মানসিক ভারসাম্যহীন, গ্ৰামে গ্ৰামে ভিক্ষা করে খেতেন। আজ সকালে গ্ৰামবাসী শ্মশান সংলগ্ন এলাকায় তাঁকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

MORE NEWS – বিধানসভার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।

মাধব দেবনাথ, নদীয়া:- গতকাল বিধানসভার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়ক এর মধ্যে হাতিহাতি শুরু হয়। ঘটনার জেরে কার্যত রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোন বিধায়কের নাক ফেটে যায় আবার কোন বিধায়কের চশমা ভেঙে যায়। এর পাশাপাশি কয়েকজন বিধায়কের জামাও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন। প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালায় বলে তৃণমূল বিধায়কদের দাবি। যদিও তৃণমূল বিধায়ক রাই হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। CONTINUE READING

কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল রাইপুর বিডিও অফিসে।

সোনামুখী পৌর প্রশাসকের নিজের ওয়ার্ডের সাধারণ মানুষদের এখনো মেলেনি সরকারি বাড়ি ক্ষুব্দ সাধারন মানুষরা

আমড়া বাজারে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments