Friday, December 6, 2024
- Advertisement -

বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “

- Advertisement -

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “। বুধবার গোটা দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের 159 তম জন্মদিন পালিত হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদার সহিত স্বামী বিবেকানন্দের 159 তম জন্ম দিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আর সে মতোই বড়জোড়া যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এবং বড়জোড়া পঞ্চায়েত সমিতি ও বড়জোড়া ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় বড়জোড়ার উন্মেষ হলে সম্পূর্ণ কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “।

এদিনের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী তুলে ধরেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায়, বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি সুখেন বিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি অসহায় দুঃস্থ সাধারণ মানুষের কথা চিন্তা করে 200 জনের বেশি মানুষের হাতে নতুন শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “

করোনা বিধি কে মান্যতা দিয়ে খোলা হলো পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি স্কুল

এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো

More News-সোনামুখী পৌর প্রশাসকের নিজের ওয়ার্ডের সাধারণ মানুষদের এখনো মেলেনি সরকারি বাড়ি ক্ষুব্দ সাধারন মানুষরা

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ” বাংলার আবাস যোজনা ” মধ্য দিয়ে সমস্ত গরিব মানুষদের মাথার উপর ছাঁদ তৈরি করার সুবন্দোবস্ত করেছেন রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তখন বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মালিপুকুর এলাকায় অন্যরকম ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় । সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়ের এই ওয়ার্ডে এখনও বেশ কিছু পরিবার রয়েছেন যারা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন । অসহায় এই পরিবারগুলি জানান , বর্ষাকালে ঘরে জল ঢুকে যায় বাড়িতে বড় বড় ফাটল তৈরি হয়েছে যে কোন মুহূর্তে বাড়িগুলি ভেঙে পড়তে পারে । এক প্রকার আতঙ্ক নিয়ে বাড়িতে তারা রাত কাটাচ্ছেন কিন্তু তার পরেও পৌরসভার কোনরকম হুশ ফিরছে না । দীর্ঘদিন ধরে তারা এইরকম আতঙ্ক নিয়েই বসবাস করে আসছেন জরাজীর্ণ বাড়িতে । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments