মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- চেন্নাই এ রাজমিস্ত্রি কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপুর তেঘরীকয়াল পাড়ার পরিযায়ী শ্রমিক হয়েক সেখের। উল্লেখ্য প্রায় দুই মাস আগে পেটের টানে চেন্নাই এর পেলাম বাকম জেলার,পল্লী বেকম থানার অন্তর্গত কাঞ্চিবাড়াম গ্রামে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল হায়েক সেখ, প্রতিদিনের মতোই ২১শে অক্টবর বৃহস্পতিবার দিনও রাজমিস্ত্রি কাজ করেন হয়েক সেখ, এবং কাজ থেকে বাসায় ফিরে এসে স্নান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হয়েক সেখ, তার সঙ্গী সাথীরা তড়িঘড়ি স্থানীয় আর. কে. পি. হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপুর তেঘরীকয়াল পাড়ায় হায়েকের পরিবার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, কারণ তার পরিবারের স্ত্রী ও দুই ছেলে- এক মেয়ের একমাত্র সম্বল ছিল হয়েক সেখ, সেই আজ তাঁদের মাঝে নেই, কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার।এদিকে গত ২০ শে অক্টবর বুধবার দিন মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপুরের আরও এক পরিযায়ী শ্রমিক সইবুর রহমান চেন্নাই এ রাজমিস্ত্রি কাজ করতে করতে ছাদের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সইবুর রহমান এর। এই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে গোটা কাবিলপুরে নেমে এসেছে শোকের ছায়া।
- Advertisment -