ওয়েব ডেস্ক :- মদ্যপ অবস্থায় চিকিৎসা করার অভিযোগ, গাফিলতিতে রোগী মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের, তদন্ত কমিটি গঠন হাসপাতালের । ঘটনাটি নদীয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের। মৃত কিশোরের নাম নয়ন গোয়ালা (১৯) । গত কাল সন্ধ্যেবেলায় কল্যাণী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মাঝেরচর এলাকার কিশোর নয়ন গোয়ালা বাড়ির অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে তার গায়ে অ্যাকোরিয়াম পড়ে যায়। অ্যাকুরিয়ামের কাচ ভেঙে হাতের শিরা কেটে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। পরিবারের দাবী, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি হচ্ছিল বলে অন্যত্র স্থানান্তরিত করার জন্য তৈরি হচ্ছিল কাগজপত্র। হঠাৎ করেই মদ্যপ অবস্থায় কর্তব্যরত একজন চিকিৎসক এসে বলে আমি সব করে দেবো বলে তার হাতের ব্যান্ডেজ খুলে দেয়। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ ভোরে মৃত্যু হয় তার। এই ঘটনার পর হাসপাতালের তরফ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। মদ্যপ অবস্থায় থাকার যদি প্রমাণ হয় ব্যবস্থা নেয়া হবে।