Wednesday, December 4, 2024
- Advertisement -

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলের ।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা :-

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলের । টেট দুর্নীতি মামলায় উচ্চ আদালতের নির্দেশে সরানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে । এরপরেই নবনিযুক্ত সভাপতি হন রামানুজ গঙ্গোপাধ্যায় । সভাপতি হওয়ার পরেই শনিবার রাতে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম চৌমাথার কাছে বারাসাত সাংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় তাকে সম্বর্ধিত করা হয় । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিরোধীরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন । বিজেপি মুখপাত্র বিথীকা মন্ডলের দাবী যে নিরপেক্ষতার কথা ভেবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সরানো হয়েছে, কিন্তু ফের নতুন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তৃণমূল যোগ । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছেড়ে নিরপেক্ষতা থাকছে না বলেই তিনি জানান । ফ্রড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় জানান রাজ্যের শিক্ষাঙ্গন সম্পূর্ণরূপে রাজনীতি করন হয়েছে। এই ঘটনা হওয়া উচিত নয়, দল এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে, তাও আবার নতুন করে প্রমাণিত হলো ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments