Wednesday, December 4, 2024
- Advertisement -

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

- Advertisement -

প্রতিনিধি, সেখ ওলি মহম্মদ ,বীরভূম :- ত্রয়োদশীর সকালে বীরভূম জেলার সিউড়ি থানা এলাকার মিনি স্টীল মোড়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের এবং গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি তারাপীঠের দিকে যাচ্ছিল। ওই গাড়িতে চালককে নিয়ে মোট পাঁচজন ছিলেন। মিনিস্টিল মোড়ের কাছে উলটো দিক থেকে আসা একটি লরীর সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। ফলে ঐ ছোট চারচাকা গাড়ী ধান মাঠে গিয়ে পড়ে। স্থানীয়রা জানান, লরীর ধাক্কায় ওই ছোট গাড়িটি পাশের একটি ধান খেতে উড়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদের মধ্যে ছিলেন একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু। এরপরেই সিউড়ি থানার পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments