নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম বাঁকুড়ার ছাত্র অর্ণব ঘড়াই। বরাবরই বাঁকুড়া জেলা পড়াশোনার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান দখল করে। এবছরও তার ধারাবাহিকতা বজায় রেখেছে বাঁকুড়া জেলা। রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে অর্ণব ঘড়াই। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার রাম হরিপুর মিশন হাই স্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর 693।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের জ্যোতির্ময় মন্ডল। তার প্রাপ্ত নম্বর 687। খুশির হওয়া পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বন্ধু-বান্ধবদের মধ্যে। এই খবর শোনা মাত্রই পরিবারের সদস্যরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ছেলেকে মিষ্টিমুখ করান তারা। এছাড়াও সপ্তম স্থান অধিকার করেছে সোহম নায়েক। সে হরিগ্রাম গোয়েঙ্কা হাই স্কুলের ছাত্র। অন্যদিকে সপ্তম স্থান অধিকার করেছে সিঞ্চন দত্ত। সে বিবরদা সচিদানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র। অষ্টম স্থান অধিকার করেছে দুজন ব্রাত্য বোস তার প্রাপ্ত নম্বর 686।
সে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র এবং অনিমেষ নায়েক বাঁকুড়া ইন্দপুর গোয়েঙ্কা বিদ্যায়তন স্কুলের ছাত্র। রাজ্যে নবম স্থানে অধিকার করেছে বাঁকুড়া জেলার একাধিক ছাত্র। তাদের মধ্যে কয়েক জনের নাম স্বরুপ কর্মকার লটিয়াবনি অঞ্চল হাই স্কুল। বিদেশ রায় , বাঁকুড়া জেলা স্কুল। পার্থিব কোটাল , লক্ষীসাগর হাই স্কুল। অনুভব সেন, তালডাংরা ফুলমতি হাই স্কুল। সোহম শতপথী, সিমলাপাল এম এম হাই স্কুল।
প্রত্যুষা কুন্ডু ৬৮৪ পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী বাড়ি বাঁকুড়া জুনবেদিয়া সংলগ্ন রাধাবল্লব নগর এলাকায়। বড় হলে ডাক্তার হতে চাই সে। বাবা বিভাস রঞ্জন কুন্ডু বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের কেমিষ্টি শিক্ষক। মা টিংকু কুন্ডু লালবাজার ডিপোগোড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা। অন্যদিকে দশম স্থান অধিকার করেছে সৌমিক ধবল, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র।