Monday, January 13, 2025
- Advertisement -

মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার।

- Advertisement -

মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার। “প্রশাসন সর্বদা মানুষের পাশে” তা আরো একবার প্রমাণ করলো ছাতনা থানা। এবার দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালো ছাতনা থানার পুলিশ। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাতনা থানাতে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ছাতনা থানার আই সি আশীষ জৈন মহাশয়। পাশাপাশি ছাতনা ব্লকের বেশ কিছু গ্রামে গিয়ে দুঃস্থ মানুষদের সাথে কথা বলে। পাশে থাকার অঙ্গীকার জানায় ছাতনা থানা। এদিন 80 টির বেশি পরিবারকে শীত বস্ত্র প্রদান করা হয়।

মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার।

More News- বাংলাদেশ পুলিশের প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ তাঁদের সহধর্মিণীগণের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত

মুকিতুর রহমান, বাংলাদেশ :- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম বার দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আই জি গণের প্রতি আহবান জানিয়েছেন। বাংলাদেশ পুলিশের প্রথমবারের মতো পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিগণ তাঁদের সহধর্মিণী গণের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত। আইজিপি আজ (২৩ জানুয়ারি ২০২২) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতি প্রাপ্ত সাত জন অতিরিক্ত আইজির র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

আইজিপি বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদেরকে সেবা দিতে হবে। তিনি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। আইজিপি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা গণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। Continue Reading

More News- বাংলাদেশ খবর এক নজরে

অবশেষে আজ সমাপ্ত হলো হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ ও গোল্ডেন টাই স্কাউটস এর যৌথ আয়োজনে হাইকিং। মুকিতুর রহমানঃ- বাংলাদেশ :-অবশেষে আজ ২১শে জানুয়ারি সমাপ্ত হলো হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ ও গোল্ডেন টাই স্কাউটস এর যৌথ আয়োজনে হাইকিং শিতের পরন্ত বিকেলে সৌন্দর্যের এক অপরুপ লীলাভুমি মান্ডা গ্রীন মডেল টাউন। দুপুর ৩টায় শুরু হওয়া অ্যাডভেঞ্চার মূলক এই হাইকিংটি অনেক মজার, Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments