Friday, December 6, 2024
- Advertisement -

মানিক ভট্টাচার্যের জায়গায় পর্ষদ সভাপতি হলেন গৌতম পাল

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :- প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পদ নিয়েনিল কল্যাণী বিশ্বাবিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল। নয়া সভাপতির পদের পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করেদিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই কমিটিতে সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদূড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তী প্রমুখ রয়েছে।

অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ পূরণ করলেন অধ্যাপক গৌতম পাল। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। এর ফলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে তাঁকে বরখাস্ত করে। এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ চক্রবর্তীর নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ছিলেন রত্না চক্রবর্তী বাগচী।

এসএসসি দুর্নীতিকান্ড মামলায় ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা ইডি-র জেল হেফাজতে রয়েছে। রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত মন্ত্রীত্ব পদ থেকে অপসারণ করার পাশাপাশি দল থেকে তাঁকে সাসপেন্ড-ও করা হয়েছে। অন্যদিকে গোরুপাঁচার কান্ডে বীরভূমের তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডল ইডির হেফাজতে আছে, যদিও দল তাঁর পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments