Wednesday, January 22, 2025
- Advertisement -

মালদায় সহচরী নামক এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির ।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি মালদাঃ – সহচরী নামক এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, বি এস রোড ক্লাবের সহযোগিতায়,মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির , স্বাস্থ্য পরীক্ষা ও সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয়। সংকটময় মুহূর্তে শিবিরে ৮ জন মহিলাসহ ৩১ জন রক্তবন্ধু রক্তদান করেন। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির পৌরপিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সহচরীর অন্যতম সদস্যা শতরূপা ভট্টাচার্য রক্তদান করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। শিবিরে বক্তব্য রাখেন বি এস রোড ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী অরবিন্দ ব্যানার্জি, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সহচরীর সদস্য রত্না সরকার, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস, সৌহার্দ্যের সম্পাদক কুন্তল দাস, বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ, জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস প্রমূখ। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ এস এন পাল, চক্ষু পরীক্ষা করেন অজিত দাস মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments