নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর এলাকায় বোমা বিস্ফোরণ হয়। লালু শেখ নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় হরিশ্চন্দ্রপুর এলাকায়। এদিন সন্ধেবেলায় লালু শেখকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বোমার আঘাতে ওই ব্যক্তির শরীরের একাধিক অংশ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং তাঁর বাঁহ হাত সম্পূর্ণ উড়ে গিয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি দেখে তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সূত্রে জানা যায়, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সঙ্কটজনক।
খবর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধেবেলা বড়ঞ্চা থাবার পাঁচথুপি থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। অনুমান করা হচ্ছে কোনো শত্রুতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
এইরকম ভয়াবহ ঘটনায় স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এসে পৌঁছায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।