নিশীথ দাস কলকাতা দমদম :- নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । করোনা অতিমারির কারণে এই টোকেন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে সেই পুরনো টোকেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
গত বছর লক ডাউনের সময় দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে সঙ্গে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা ও। নিউনর্মালে ফের নতুন করে পরিষেবা চালু হলেও সংক্রমণ এড়াতে মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করতে হবে। সেইমতো স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে থাকেন যাত্রীরা। কিন্তু মেট্রোয় যাঁরা মাঝে মধ্যে যাতায়াত করেন তাঁরা বড্ড অসুবিধায় পড়ছিলেন। যেহেতু তাদেরকে টোকেন দেওয়া হচ্ছিল না। ঐ সকল যাত্রীদের কথা চিন্তা ভাবনা করেই টোকেন দেওয়ার সিদ্ধান্ত , তবেএই যাত্রীদের জন্য একটা বিরাট বড় সুখবর। মেট্রো রেল এর পক্ষ থেকে জানিয়েছে, কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এ এস সি আর এম) থেকেও টোকেন পাওয়া যাবে। তবে হ্যাঁ যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদেরকে স্মার্ট কার্ড ব্যবহার করার জন্যই অনুরোধ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷
যাত্রীদের কথা ভেবে আবার দীর্ঘ দিন পরে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা
More News – শীতের দিনে ত্বকের জেল্লা ধরে রাখতে কী খাবেন ?
নিউজ ডেক্স টিভি-২০ বাংলা – শীতে যত বাড়ে ততই ত্বকের সমস্যা তৈরি হয় । শীতের শুরু থেকে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আপনি ত্বকের জেল্লা ধরে রাখতে পারবেন । আর যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক তাদের কাছে শীতকাল যেন এক দুঃস্বপ্ন। শীতকালে যে শরীর গরম রাখার দিকে নজর দেবে এমন নয়। তার সঙ্গেও আরো নানা দিক দিয়ে নিজের যত্ন নিতে হয়। শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়াই, তার সঙ্গে শুষ্ক হয়ে থাকে ত্বক । এ সময় নিজের শরীরের ও রূপের যত্ন নেওয়া অবশ্যই জরুরি । Continue Reading