Friday, June 13, 2025
- Advertisement -

রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি

- Advertisement -

 

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। রাজ্য বিজেপি তরফে শনিবার সন্ধ্যায় জানানো হয়েছে, তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন অনন্যা রায় চক্রবর্ত্তী।

উল্লেখ্য, এক সময় ‘দাপুটে’ তৃণমূল নেত্রী হিসেবে পরিচিতি ছিল অনন্যা রায় চক্রবর্ত্তীর। কিন্তু গত পৌরসভা নির্বাচনে শাসক দল তাঁকে প্রার্থী না করায় ১৮ নম্বর ওয়ার্ড থেকে ‘নির্দল’ হিসেবে প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেন তিনি। এই অবস্থায় তৃণমূল থেকে ‘বহিস্কার’ করা হয়। পরে গত ২১ সেপ্টেম্বর বাঁকুড়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে ওই দলে যোগ দেন তিনি। এবার তালডাংরা বিধানসভা কেন্দ্রে সেই ‘তৃণমৃল ত্যাগী’ অনন্যা রায় চক্রবর্ত্তীতেই আস্থা রাখলো গেরুয়া শিবির।

 

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর এদিন সন্ধ্যায় বাঁকুড়া শহরের বাড়িতে বসে প্রথম প্রতিক্রিয়ায় অনন্যা রায় চক্রবর্ত্তী বলেন, শাষক দলের দূর্ণীতি, নোংরামি মানুষের মনে জ্বলজ্বল করছে। সেই জায়গা থেকে আমার বিশ্বাস আমি জিতবো। পূরাণোদের সঙ্গে নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন বলেও জানান।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments