নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া :- করোনা নিয়ন্ত্রণে আজ থেকে রাজ্য জুড়ে চালু হল নাইট কারফিউ। আজ রাত দশটা বাজতেই বাঁকুড়ায় নাইট কারফিউ লাগু করতে রাস্তায় নামল পুলিশ। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় রাত দশটায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দশটার পর পথচলতি মানুষকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উপযুক্ত কারণ দেখাতে না পারলে পথচারীকে ধমক দিতেও দেখা যায় পুলিশ কর্মীদের। তবে শুধু মাচানতলায় নয় পুলিশের তরফে জানানো হয়েছে জেলার সর্বত্রই নাইট কারফিউ কঠোর ভাবে পালন করার ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। সুনির্দিষ্ট কিছু জরুরী কারণ ছাড়া রাস্তায় পা ফেললে সেক্ষেত্রে পুলিশ যে এবার কঠোর ব্যবস্থা নেবে তাও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।নাইট কারফিউ ভেঙে রাস্তায় নামার অভিযোগে দশ জনকে আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। নাইট কারফিউ বলবৎ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং বসানো হয়েছে।
রাত দশটা বাজতেই বাঁকুড়ায় নাইট কারফিউ লাগু করতে রাস্তায় নামল পুলিশ
শেষমেশ বন্ধই হয়েগেল ঈশ্বরচন্দ্রের জন্মভিটে বীরসিংহের বিদ্যাসাগর মেলা
More News- করোনা তৃতীয় ঢেউ সুনামির আছড়ে পড়তে চলেছে রাজ্য জুড়ে।
নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর :- করোনা তৃতীয় ঢেউ সুনামির আছড়ে পড়তে চলেছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জন প্রতিনিধিরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই অতি মারি করোনা ভাইরাস কে ছড়িয়ে পড়া থেকে রোধ করার জন্য গতকাল রবিবার রাজ্য সরকারের তরফে বেশ কিছু করণা বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে। সেই সমস্ত বিধি-নিষেধ ঘোষণা হওয়ার পরেই প্রশাসনের নির্দেশ মত বন্ধ করে দেওয়া হল পটাশপুর ১ নম্বর ব্লকের মংলামাড়ো উৎসব। প্রশাসনের নির্দেশ মত সোমবার বিকেলে মংলামাড়ো উৎসব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয় মংলামাড়ো উৎসব বন্ধের কথা। কি কারনে এই মংলামাড়ো উৎসব বন্ধ হলো সেই বিষয়ে মেলার মুখ্য পৃষ্ঠা বিনয় পট্টনায়ক আমাদের জানান করোনা যেভাবে বাড়ছে সেই কথা মাথায় রেখে মেলা বন্ধ করতে বাধ্য হল এবং রাজ্য সরকারের নির্দেশ কে মান্যতা দিয়ে মেলা বন্ধ রাখলাম মেলার চেয়ে মানুষের প্রাণের দাম অনেক