চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- <span;>রামনগর ২ ব্লকের ডেমুরিয়া রথ বহু প্রাচীন। পূর্ব মেদিনীপুর জেলার এই ডেমুরিয়া রথ ৩০০ বছরেরও বেশি পুরোনো। শুধু জেলা নয়,বরং সারা রাজ্যে সাড়া ফেলেছে এই রথ উৎসব।কাঁথি দিক থেকে আসা গাড়ি কাঠপুল বাজারে ও রামনগরের গাড়ি নীলাচল পার্কে স্থগিত রাখা হবে।মানুষের ভিড় নিয়ন্ত্রণের জন্যে কয়েকশো সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ মজুত করা হবে।গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে রবিবার রথ উৎসবের প্রস্তুতি সভা হয়।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি,পঞ্চায়েতের উপ – প্রধান তথা রথ উৎসব কমিটির সম্পাদক তামালতরু দাস মহাপাত্র,পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন রায়,আলোক চৌধুরী,মানিক ঘোড়াই ছাড়াও আরও অনেকে।রথ নিয়ে প্রতিক্রিয়া দিলেন কাদুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিয়রঞ্জন মাইতি।তিনি বলেন গত দুই বছর কোভিড এর খারাপ অবস্থার জন্যে রথ উৎসব ভালো ভাবে পালন করা যায়নি।কিন্তু,এই বছর ধুমধাম করে উৎসব পালন হবে।