নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া : –
এবার রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারলো তিন বাইক আরোহী । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন যুবক । সোমবার বিষ্ণুপুরের দ্বারিকা এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । আহত তিন যুবকের নাম বিক্রম ডোম বাড়ি বিষ্ণুপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে , অভি রুই দাস বিষ্ণুপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি , মৈনাক মুখার্জি বিষ্ণুপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাড়ি ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় , একটি মোটর বাইকে করে ওই তিন যুবক বিষ্ণুপুরের দিক থেকে সোনামুখীর দিকে যাচ্ছিল সেই সময় দ্বারিকা এলাকায় রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মরলে গুরুতর আহত হন তাঁরা । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল মোটরবাইকের একাংশ দুমড়ে-মুচড়ে যায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশ আহত তিন যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । এই মুহূর্তে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন ।