Wednesday, December 4, 2024
- Advertisement -

লোকাল ট্রেনে প্রতিবন্ধী যুবকের ব্যাগ ছিনতাই ।

- Advertisement -

রাকেশ চক্রবর্তী :- লোকাল ট্রেনে প্রতিবন্ধী যুবকের ব্যাগ ছিনতাই।নগদ কুড়ি হাজার টাকা ব্যাঙ্কের পাশ বই আধার কার্ড প্যান কার্ড প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে বেপাত্তা দুষ্কৃতিরা।উত্তরপাড়ার বাসিন্দা দেবশঙ্কর জানা শারীরিক প্রতিবন্ধী। মেলায় খেলানা বিক্রি করে তার পেট চলে।আসামে অম্বুবাচীর মেলায় গিয়েছিলেন।বর্ধমান থেকে ডাউন বর্ধমান লোকালে উত্তরপাড়া ফিরছিলেন। শ্রীরামপুরে স্টেশনে ঢোকার সময় চার পাঁচ জনতার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে নেমে পরে বলে অভিযোগ।সেই ব্যাগে তার মেলায় খেলনা বিক্রি করে আয় করা ২০ হাজার টাকা ছিল।ছিল দরকারী নথি।নিজের পায়ে হাঁটতে পারেন না যুবক।এই ঘটনার পর তাকে উত্তরপাড়া স্টেশনে নামতে সাহায্য করে কয়েকজন যাত্রী।পরে শেওড়াফুলি জিআরপি থানায় অভিযোগ জানানো হয়।জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে।চলন্ত ট্রেনে ছিনতাই এর ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments