শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মলয় পিটের উদ্যোগে ঐ কলেজের চীফ অপারেটিং অফিসার ও সহকারী অধ্যাপক (রেডিওলজি) ড: অয়ন চক্রবর্তীর নেতৃত্বে একটি দুই সদস্যের প্রতিনিধি দল SSKM (PG) হাসপাতাল আয়োজিত ৪ দিন ব্যাপী (22/8/2022 থেকে 25/8/2022 পর্যন্ত) PERIZIA (পেরিজিয়া), ২০২২, অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সর্বাধুনিক “মেটাভার্স” পদ্ধতিতে চিকিৎসা শিক্ষা পদ্ধতির উন্নতিকরণ সম্পর্কে তাদের অভিজ্ঞতা বক্তৃতা ও প্রদর্শনীর মাধ্যমে পেশ করতে।
অনুষ্ঠানটির আয়োজিত স্থান SSKM হসপিটাল। সেখানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চীফ অপারেটিং অফিসার ও সহকারী অধ্যাপক (রেডিওলজি) ড: অয়ন চক্রবর্তী।এই অনুষ্ঠানটি ছিল মূলত “মেটাভার্স” কেন্দ্রীক চিকিৎসা পরিষেবা নিয়ে,যা আপনাকে চিকিৎসার অন্য জগতে নিয়ে যাবে। যেখানে আপনি ভার্চুয়ালি অনেক কিছু করতে পারবেন। এ ছাড়াও উপস্হিত উদ্যোক্তাদের পাশাপাশি অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী।
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চীফ অপারেটিং অফিসার ও সহকারী অধ্যাপক (রেডিওলজি) ড:অয়ন চক্রবর্তী এ সম্পর্কে বলেন, “শান্তিনিকেতন মেডিক্যাল কলেজকে SSKM হসপিটালে ড. দিপ্তেন্দু সরকার কনভেনর এবং ডিরেক্টর এনাদের আমন্ত্রণের জন্য আজকে আমাদের এই সুযোগটা পাওয়া। যার জন্য আমরা সত্যিই খুব সম্মানিত বোধ করছি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই তাঁদের।আমরাই প্রথম মেডিক্যাল কলেজ ভারতের যেটা PPP মডেলের কলেজ। যেটাতে বিশেষ ভাবে “মেটাভার্স” সিস্টেমকে মেডিক্যাল এডুকেশন সিস্টেমে যুক্ত করতে পেরেছি।
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মলয় পিটের উদ্যোগে
এই মেডিক্যাল এডুকেশন সিস্টেমে “মেটাভার্স” ,যেটা এখানকার ১ম বর্ষের স্টুডেন্টদের তরফ থেকেই করা হয়েছে। সেটা দেখানোর একটা বিরাট সুযোগ পেয়েছি আমরা SSKM হাসপাতালে। এই নির্দিষ্ট “মেটাভার্স” সিস্টেম, যেটা ভার্চুয়াল রিয়ালিটি সিস্টেম। যেখানে দেখা সম্ভব হবে ৯০ শতাংশ সময় স্টুডেন্ট ও বিভিন্ন ফ্যাকাল্টিদের প্রয়োজনীয় জিনিস, যেমন অ্যানাটোমি (১ম বর্ষ), ডিসেকশন বা সার্জারি বা বিভিন্ন রকমের অন্য প্যারামিটার গুলো বা বিভিন্ন ধরনের পেসেন্ট হ্যান্ডলিং সিস্টেম, এগুলো, এমনকি সব ধরণের মেডিকেল প্রসিডিওর যে গুলোকে পুনরায় দেখা যায়না বা দেখার সুযোগ ঘটে না। মেডিক্যাল চিকিৎসা ব্যবস্থায় এটি একটি অত্যাধুনিক ব্যবস্থা। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মলয় পিটের মহাশয়ের এহেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সকল ছাত্র-ছাত্রীরা ।