Wednesday, December 4, 2024
- Advertisement -

শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৬ তম বার্ষিক শুভ উদ্ধোধন ।

- Advertisement -

 

Tv20Bangla Desk :-
বিগত দুই বছর করোনা অতিমারীর কবলের কারনে শঙ্করজ্যোতি গীতাশ্রমের বার্ষিক উৎসব করা হয়নি , কিন্তু এই বৎসর সাড়ম্ভরে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি প্রতিষ্ঠিত শিলডুবি স্থিত শ্রীশ্রী শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৬ তম বার্ষিক উৎসবের শুভারাম্ভ ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় উক্ত আশ্রমের প্রাঙ্গনে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে গীতা প্রবচন ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানসূচি সম্পর্কে বলেন, শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি বলেন ৯,১০,১১ শ্রী ভগবত গীতার তথ্য আলোচনা করবেন কাশী থেকে আগত আচার্য্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ প্রণব চৈতন্যজী ব্রহ্মচারী,শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, বারাসতের শ্রীমৎ স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ,শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী । ১২জুন রবিবার মঙ্গলারতি,শ্রীশ্রী মহারুদ্র অভিষেক,সাধু ভান্ডারা ও মহাপ্রসাদ,সনাতন ধর্ম সম্মেলন, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ১৩ সোমবার মঙ্গলারতি,শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীশ্রী গুরুপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরন, সমবেত প্রার্থনা,শান্তিবানী পাঠে মাধ্যমে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৬ তম উক্ত সনাতন ধর্মীয় অনুষ্ঠানমালার সমাপ্তি। উল্লেখ্য ৯ জুন বৃহস্পতিবার শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৬ তম বার্ষিক উৎসবের মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন‌ বিধায়ক কিশোর নাথ ও ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার মহারাজ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments