Wednesday, December 4, 2024
- Advertisement -

সত্যিই কি ভালোবাসার টান ! নাকি অন্যকোনো রহস্য লুকিয়ে আছে ?

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :-  অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার সাথে ৩০ বছর বয়সী এক মহিলা শশুরবাড়ি থেকে পালালেন।
পরিবার সূত্রে জানা গেছে, পড়ুয়ার বয়স ১৫ বছর। গত ১৯ জুলাই থেকে ওই পড়ুয়া নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে তার পরিবার থানায় গিয়ে ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ জানতে পরে ওই একই দিনে ৩০ বছর বয়সী ওই মহিলাও নিখোঁজ হন। পুলিশ জানতে পারে, কিছুদিন আগেই ওই মহিলার সঙ্গে ওই কিশোরকেই দেখা যায় হায়দ্রাবাদের বলানগরে। এর থেকেই উঠে আসে অল্পবয়সি প্রেমের খবর। দুই সন্তান থাকার সত্ত্বেও ১৫ বছর বয়সি এক ছেলের সাথে এই মহিলা পালালেন। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন। সত্যি কি ভালোবাসার টান? না কি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তাই খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।
ছেলেটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই মহিলার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments