Wednesday, January 22, 2025
- Advertisement -

সালানপুর ব্লকের জেমারী কমিটি হলে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ দিবস

- Advertisement -

 

কাজল মিত্র টিভি ২০ বাংলা  :- ১লা আগস্ট থেকে ৭ই আগস্ট সারা বিশ্ব জুড়ে পালিত হয় মাতৃদুগ্ধ দিবস।তারই পরিপ্রেক্ষিতে সালানপুর ব্লকের জেমারী পঞ্চায়েতের ২৭টি আঙ্গনবাড়ি কেন্দ্র মিলে কমিটি হলে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাতৃ সচেতনতা এবং মাতৃ দুগ্ধ পান পালন শিবির।এদিন অনুষ্ঠানের প্রথমে পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে কমিটি হল পর্যন্ত শিশুদের ও মায়েদের নিয়ে একটি সচেতনতা পথ মিছিল করা হয়।অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে।পাশাপাশি আবৃত্তি, গান,নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয়।

এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ডিপিও পূর্ণেন্দু কুমার পৌরাণিক সহ ডিসি রাজনীতা মুখার্জী,সিডি পিও মনদীপা মাজি,সুপার ভাইজার তপতি লায়েক সহ ২৭টি আঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা এবং স্বাস্থ্য কর্মীরা।তাছাড়া উপস্থিত হন এলাকার প্রসূতি এবং গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন।
এদিন ডিপিও পূর্ণেন্দু কুমার পৌরানিক জানান জন্মের পর ৬মাস পর্যন্ত শিশুদের মায়ের হলুদ দুধ পান আবশ্যিক।এবং সুস্থ সবল যদি শিশু চাও তবে মায়ের দুধ খাওয়াও।পূরণ করে শিশুর শরীরের সকল ক্ষয় দূর হয় শিশুর অপুষ্টির ভয়।তাছাড়া তিনি আগত মায়েদের মাতৃ দুধের দ্বারা কি কি উপকারিতা হয় সেইসব বিষয় নিয়ে সচেতন করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments