Wednesday, December 4, 2024
- Advertisement -

সিবিআই সম্পর্কে মন্তব্য দিলীপ ঘোষের, সরাসরি সতর্কবার্তা জে পি নাড্ডার

- Advertisement -

সিবিআই সম্পর্কে মন্তব্য দিলীপ ঘোষের, সরাসরি সতর্কবার্তা জে পি নাড্ডার ।

টিভি ২০ বাংলা ডেস্ক :- সিবিআই সম্পর্কে বেফাঁস মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। আর সেই মন্তব্যকে ঘিরে দিলীপ ঘোষকে সতর্ক করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এমন মন্তব্যের ফলে দল যে অত্যন্ত অস্বস্তি বোধ করছে তা স্পষ্ট হয় নাড্ডার কথায়।

বিজেপি সূত্র মারফত জানা যায়, সোমবার হেস্টিংস দফতরে অমিত মালব্যর মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে কথা হয় জে পি নাড্ডার। ভবিষ্যতে এমন মন্তব্য করার আগে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় তাঁকে।

বেশ কিছুদিন ধরেই সিবিআই সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করে চলেছেন দিলীপ ঘোষ। মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর নিষ্ক্রিয়তাকে ঘিরেই এমত ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতির সতর্ক বার্তা কতটা কার্যকর হবে এবিষয়ে সংশয় থেকেই গেছে। কারণ, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েও সেই একই সুরে সিবিআই এর সমালোচনা করতে শোনা গেছে।

এ দিন সকালে তিনি বলেছেন, ‘সিবিআই কার হাতে আছে দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তার পরে কতজন সাজা পেয়েছে, কতজন কর্মীর পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি? একথা আমি বলতে পারব না? আমি বিচার না পেলে বলতে পারব না?’

এরম হুটহাট মন্তব্য তিনি বহুবার করেছেন। তবে দল যে কতটা অস্বস্তির সম্মুখীন হয় সেটা বারবার স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সতর্কবার্তায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments