Tuesday, March 25, 2025
- Advertisement -

সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে প্রতি বছর অনেক উন্নত মানের শস্যের পরিবর্ধন কর্মসূচি এবং সংশিত করার প্রোগ্রাম করা হল

- Advertisement -

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে প্রতি বছর অনেক উন্নত মানের শস্যের পরিবর্ধন কর্মসূচি এবং সংশিত করার প্রোগ্রাম করা হয়। যেখানে পরিবর্ধক বীজ থেকে আধারীয় বীজ কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষণা খামারে তৈরি করা হয় এবং আধারীয় থেকে সংশিত বীজ কৃষক পর্যায়ে বীজ তৈরির প্রশিক্ষণ প্রাপ্ত চাষি ভাইদের জমিতে করা হয়। এবছর ধান, মুসুর, সর্ষে, গম এবং বিড়ি কলাইয়ের উন্নত মানের বীজ তৈরি এবং তাদের সংশিত করার প্রোগ্রাম করা হয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সোনামুখীর 9টি গ্রামের 85 জন চাষি ভাইয়েরা। যাঁরা উন্নত মানের বীজ তৈরি করেন তাঁরা পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে সেই বীজের ন্যায্যমূল্য পান। উন্নত মানের বীজ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অন্যান্য জেলা যেমন পুরুলিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, ইত্যাদি জেলায় ও সরবরাহ করা হয়। আমাদের রাজ্য কৃষি নির্ভর রাজ্য এবং কৃষিতে উন্নত মানের বীজ সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। তাই ড: মৌমিতা দে গুপ্তা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সঞ্চালক বললেন যে, “আমরা আগামী চেষ্টা করব আরো অনেক চাষি ভাইদের কাছে পৌঁছে যেতে ও রাজ্যে আরো অনেক বেশি পরিমাণে বীজ সরবরাহ করতে।”

সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে প্রতি বছর অনেক উন্নত মানের শস্যের পরিবর্ধন কর্মসূচি এবং সংশিত করার প্রোগ্রাম করা হল

More News- শুরু হল ঐতিহ্যপূর্ণ বোল্লা রক্ষা কালীর পুজো

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: প্রসিদ্ধ ও সুপ্রাচীন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ বোল্লা রক্ষা কালী’ বা ‘বোল্লা কালী’ পুজো শুরু হল। শুক্রবার সাড়ম্বরে পূজিত হলেন “বোল্লা” কালী। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালী মন্দির বোল্লা কালী বলেই সুপ্রসিদ্ধ। প্রতিবছর রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েক দিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে এলাকা উৎসব মুখর হয়েছে থাকে। এছাড়াও সারা বছর নিয়মের সাথে সপ্তাহের প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments