সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে মৃত্যু বরণ করতে হয়। হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। সে কথা মাথায় রেখে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার সহযোগিতায় সোনামুখীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে মোট 60 জন পুলিশ কর্মী রক্তদান করেন । এই রক্তদান শিবিরের ফলে জেলায় কিছুটা হলেও মিটবে রক্ত সংকট। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনামুখী থানা এলাকার সকল সাধারণ মানুষ। এ দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর গ্রামীণ অ্যাডিশনাল এসপি গনেশ বিশ্বাস , বিষ্ণুপুর এস ডি পি ও কুতুব উদ্দিন খান, সোনামুখী থানার আই সি, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
সোনামুখী থানার সহযোগিতায় সোনামুখীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির
টিকাকরণের প্রক্রিয়া আজ থেকে মানিকচকে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের।
Covid Vaccine আজ থেকে শুরু হলো বারাসাত গার্লস স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া ৷
More News- করোনা বিষয়ে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী
কৌশিক ঘোষ ,কোতুলপুর :- আজ 3রা ডিসেম্বর বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার পক্ষ থেকে করনা বিষয়ে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কোতুলপুর এলাকার বিভিন্ন বাজার খেলার মাঠে গিয়ে সাধারণ মানুষকে কোতুলপুর থানার পক্ষ থেকে সচেতন এর পাশাপাশি তাদেরকে মাক্স পরিয়ে দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন ভট্টাচার্য এছাড়াও তাদেরকে জানিয়ে রাখেন পরেরদিন থেকে যদি মাক্স বিহীন এবং অযথা ঘোরা ঘুরি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতুলপুর পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একটি সুসজ্জিত করোনা সচেতনতা বিষয়ক ট্যাবলো বের করা হয়। করোনার গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। Continue Reading