Tuesday, March 25, 2025
- Advertisement -

হঠাৎ খাদ্যে বিষক্রিয়া অসুস্থ ৮০ জন শিশু ভরতপুর থানার আমলায় অঞ্চলে

- Advertisement -

আইয়ুব আলী, ভরতপুর :- মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার আমলাই অঞ্চলের আমলাই, জোড়গাছি, ভালুইপারা, বাটিপাড়া ৮০ জন ( আশি জন শিশু ) হঠাৎ খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে. সকল শিশু দেরকে ভরতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় পরে তাদেরকে কান্দি মহকুমা হাসপাতাল রেফার করা হয়। কিছু শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে তাদেরকে কান্দি রেফার করেছে। কিছু শিশু ভরতপুর হসপিটালে এখনো পর্যন্ত আছে, কিছু সূত্র মাত্র খবর পাওয়া যায় যে একজন ফেরিওয়ালা গামে গামে মিহিদানা মিষ্টি বিক্রি করে. সেই মিহিদানা মিষ্টি খেয়ে শিশুর অসুস্থ হয়ে পড়ে পাড়ায় বা গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়তে ফেরিওয়ালা উধাও ফেরিওয়ালার খোঁজে তল্লাশি করছে ভরতপুর থানার পুলিশ। ভরতপুর থানা এলাকার মানুষ খুব চিন্তিত ঘটনাস্থলে মুর্শিদাবাদের ডি এম শরৎকুমার দ্বিবেদী ভরতপুর থানার ও সি রাজু মুখার্জি, বি ডি ও আবিদা সুলতানা, যুব সভাপতি নজরুল ইসলাম টারজেন, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আসিফুজ্জামান, সহ তৃণমূলের সকল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছান চিকিৎসা চলছে

হঠাৎ খাদ্যে বিষক্রিয়া অসুস্থ ৮০ জন শিশু ভরতপুর থানার আমলায় অঞ্চলে

More News – যাত্রীদের কথা ভেবে আবার দীর্ঘ দিন পরে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা

নিশীথ দাস কলকাতা দমদম :- নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । করোনা অতিমারির কারণে এই টোকেন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে সেই পুরনো টোকেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। Continue Reading

More News – শীতের দিনে ত্বকের জেল্লা ধরে রাখতে কী খাবেন ?

নিউজ ডেক্স টিভি-২০ বাংলা – শীতে যত বাড়ে ততই ত্বকের সমস্যা তৈরি হয় । শীতের শুরু থেকে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আপনি ত্বকের জেল্লা ধরে রাখতে পারবেন । আর যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক তাদের কাছে শীতকাল যেন এক দুঃস্বপ্ন। শীতকালে যে শরীর গরম রাখার দিকে নজর দেবে এমন নয়। তার সঙ্গেও আরো নানা দিক দিয়ে নিজের যত্ন নিতে হয়। শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়াই, তার সঙ্গে শুষ্ক হয়ে থাকে ত্বক । এ সময় নিজের শরীরের ও রূপের যত্ন নেওয়া অবশ্যই জরুরি । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments