Wednesday, December 4, 2024
- Advertisement -

হিংসা, ও অশান্তির জের ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য পুলিশ। 

- Advertisement -

 

ডেস্ক রিপোর্ট :- পয়গম্বর সম্পর্কে  বিজেপি নেত্রী নূপুর শর্মার কুরুচিকর  মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। তার আঁচ এ রাজ্যেও । নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যে রাজ্যের বিভিন্ন জেলা এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও আন্দোলন অবিরত চলতেই আছে । কিন্তু বিক্ষোভের আদলে কোথাও রাস্তা অবরোধ, কোথাও ভাঙচুর আবার কোথাও অগ্নিসংযোগ করে চলছে বিক্ষোভ।  এবার এই বিক্ষোভের গন্ডগোল থামাতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই নিয়ে ফেসবুকে একটি বার্তাও দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গ পুলিশ এর পক্ষ থেকে রবিবার একটি ফেসবুক পোষ্ট করা হয় । ফেসবুক পোস্টে কড়া ভাষায় জানানো হয়েছে একাধিক ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার জন্য একশোরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে।  পুলিশ কড়া ভাষায় জানিয়েছে এই ধরনের অপরাধের সাথে  যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না ।

https://m.facebook.com/story.php?story_fbid=333803088934473&id=100069143531910

পুলিশের তরফে  আরও জানানো হয় সংবিধান এবং আইনের শাসন বজায় রাখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ পুলিশ তৈরী আছে।  মিথ্যে খবর, ভুল খবর বা কোনোরকম অসত্য খবর ছড়ানো থেকে নাগরিকদের বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। কোনও ভিডিও, ছবি বা তথ্য যা সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এই বার্তায়। যদি সেরকম করা হয়, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্যে পুলিশের পক্ষ থেকে রাজ্যবাসী কে শান্তি ও সম্প্রীতি  বজায় রাখতে সমাজের সর্বস্তর থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে ।  বাংলার সংস্কৃতির মধ্যে নিহিত রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সেটাই যাতে রাখা যায় সেই বার্তাই দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ফেসবুক বার্তায়।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments