Wednesday, December 4, 2024
- Advertisement -

হ্যাক হয়ে গেল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট

- Advertisement -

ডেস্ক রিপোর্ট :- হঠাৎ করে হ্যাক হয়ে গেল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট । অ্যাকাউন্ট হ্যাক করে বদলে ফেলা হল কেন্দ্রের গুরুত্বপূর্ণ দপ্তরের টুইটার অ্যাকাউন্ট এর নামও। নাম বদলে হয়ে গেল টেসলা কোম্পানীর কর্ন ধারের নামে “এলন মাস্ক”। এবং নাম বদলে। ওই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর একাধিক বার ট্যুইট এ হ্যাক হয়ে গেল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট। “Great Job” নামে পোষ্ট করা হয় । তারপরই শুরু হয় গুঞ্জন ।

যদিও কিছুক্ষন পর ওই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। বলে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে। এই প্রথম অ্যাকাউন্ট হ্যাক নয়, এর আগেও হ্যাকারদের কবলে পড়েছে কেন্দ্রের একাধিক মন্ত্রক। গত ডিসেম্বর মাসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলও হ্যাকারদের কবলে পড়েছিল। জানা গিয়েছে, মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পিছনে ছিল বিটকয়েন মাফিয়ারা। এক্ষেত্রেও বিটকয়েন মাফিয়াদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

হ্যাক হয়ে গেল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট

অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিলো DGSEI সংস্থা

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়

More News- বিবেক চেতনা যুব উৎসব , ছাতনাতে

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন। আজ সারা ভারতবর্ষ জুড়ে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কোথাও বা ছবিতে মাল্যদান করে, কোথাও বা মাস্ক বিতরণ করে আবার কোথাও বা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে, সর্বত্রই স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা। আজ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে বিবেক চেতনা যুব উৎসব পালন করা হলো। ছাতনা বারবাকড়া মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। Continue Reading

More News- বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 ”

বুধবার গোটা দেশজুড়ে স্বামী বিবেকানন্দের 159 তম জন্মদিন পালিত হচ্ছে । অন্যান্য বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদার সহিত স্বামী বিবেকানন্দের 159 তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments