কনক অধিকারী, ময়নাগুড়ি :- কৃষি জমিতে মাছ ধরার জালে আটকে গেল একটি অজগর সাপ। ঘটনাটি, ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা দুই নং গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন বড়োকামাত এলাকায়। জানা গেছে, অধীর রায় নামে এক যুবক জমিতে মাছ ধরার জন্য জাল ফেলে রাখেন। ঘন্টা দুয়েক পর রাত নয়টায় জাল তুলতে গিয়ে দেখেন, একটি আজগর জালে জড়িয়ে ছটপট করছে। তড়িঘড়ি কায়কজনেকে ডেকে নিয়ে এসে, সাপটিকে উদ্ধার করে ডাঙায় তুলেন। এরপর খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন কে। তারা এসে সাপটিকে নিয়ে যান। এই মুহূর্তে সেবা-শুশ্রূষা চলছে তার। আগামীকাল সাপটিকে বন দপ্তরের হতে তুলে দেওয়া হবে বলে জানান, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস। প্রাথমিক অনুমান, দুই দিনের টানা বৃষ্টিতে, উচু জায়গায় আশ্রয়ের খোঁজে বের হওয়ার জালে আটকে যায় বাচ্চা অজগরটি। ওই এলাকায় আরো অজগর থাকার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। অজগরটি বার্মিজ প্রজাতির বলে জানা গিয়েছে। এদিন বৃষ্টি উপেক্ষা করে অজগর সাপ দেখতে ভিড় জমে যায়।