Monday, November 10, 2025
- Advertisement -

অবৈ*ধভাবে দেশি-বিদেশি মদ পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার এক টোটো চালক

- Advertisement -

মাধব দেবনাথ,নদিয়া : প্রতিবছর মাদক বিরোধী দিবস পালন করা হলেও সেই সচেতনতা বার্তা সমাজে ছড়িয়ে দিলেও তবুও সচেতন হচ্ছে না মানুষ। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে জীবনকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে নব প্রজন্ম। এবার অবৈধভাবে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে করা অ্যাকশন জেলা পুলিশের। এদিন নদীয়ার চাকদহ থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে চাকদহ থানার মনসা পোতা ষষ্ঠী তলায় চালায় বিশেষ অভিযান, এরপর একটি টোটো গাড়িকে আটক করে। পুলিশের তরফে জানানো হয়, টোটো গাড়িটি কোন লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ নিয়ে যাচ্ছিল।

পুলিশের প্রশ্নর উত্তর না দিতে পারায় টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। এরপর বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মদ। রবিবার ধৃতকে তোলা হয় আদালতে। উল্লেখ্য বিষয়, যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসত্ত হচ্ছে সমাজের নব প্রজন্ম, যার কারনে অর্থ হীনতায় ভুগছেন প্রত্যেকটি পরিবার। এছাড়াও সর্বস্বান্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারগুলি, তবুও হুশ উড়ছে না নেশাগ্রস্থদের। পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিকবার সচেতনতামূলক প্রচার করলেও, কর্ণপাত নেই মাদক প্রেমীদের। সেই কারণে নদীয়ার রানাঘাট পুলিশ জেলার এই করা অ্যাকশন মুড। এখন থেকে অবৈধ মদের বিরুদ্ধে চলবে লাগাতার অভিযান বলে জানানো হয় পুলিশের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments