বিশ্বজিৎ মন্ডল , মালদা :- বামনগলা থানার বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার, বামনগোলা থানার বিভিন্ন জায়গায় থেকে বেশ দুই মাস ধরে অভিযোগ আসে ফোন চুরির ঘটনা অবশেষে বামনগোলা থানার পুলিশ শুরু করে খোঁজ।অবশেষে ফোন গুলি পাওয়া যায়,পরে ফোন গুলি মালিকদের পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে ডেকে তাদের হাতে তুলে ফোন।ফোনের মালিকেরা জানান পুলিশের ভুমিকায় তাদের দায়িত্বে তাদের ধন্যবাদ জানায় তাদের এই মানবিকতা পরিচয় দিলেন বামনগোলা থানা পুলিশ। বামনগোলা থানার পুলিশ জানিয়েছেন,গত দুই মাস ধরে বামনগোলার পাকুয়াহাট এলাকায় বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিরা বামনগোলার পাকুয়াহাট ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও বামন গোলা থানা ওইসব মোবাইল ট্র্যাক করে হাড়িয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ঝাড়খন্ড, বিহার স্থানীয় এলাকা থেকে।সেই সব মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পক্ষ থেকে। Bamongola থানার , Bamongola থানার
Bamongola থানার বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন মালিকদের হাতে ।
MORE NEWS – চিত্তরঞ্জন শহরে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শত্রুঘ্ন সিনহা।
কাজল মিত্র :- ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখন তিনি তৃণমূলে যোগদান করার পর পুনরায় আসানসোল লোকসভা নির্বাচন এর ঘোষণা হয়। এতে প্রতিটি দলের প্রার্থীরা রীতিমত ভোট ময়দানে ।তবে আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন শত্রুঘ্ন সিনহা ভোট প্রচারের দিন ঘোষণা হবার পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আসানসোল কখনো কুলটি আবার কখনো কয়লা অঞ্চল রানীগঞ্জ ও জামুড়িয়া।বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি রবিবার চিত্তরঞ্জন রেল শহরেও প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। CONTINUE READING
চিত্তরঞ্জন রেলকারখানায় সর্বোচ্চ নির্মিত রেকর্ড 486 তম লোকোমোটিভ রেল ইঞ্জিন জাতির জন্য উত্সর্গীকৃত।
মুর্শিদাবাদের পর এবার দাসপুরের রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়লো গৃহবধূ।