Tv20 Bangla:- জল কমছে বরাকে। এতে কিছুটা হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কাছাড়ে। তবে শহরতলীর বেরেঙ্গা ও বাগাড়হরে ভাঙ্গা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে ছিলো বৃহস্পতিবার সেই জল থেকে জেলাসদর শিলচরে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। শিলচর শহরের বিলাপার, পাবলিক স্কুল রোড, খালের পার, কনকপুর রোড, এছাড়া শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত ভোলাগিরি আশ্রমের গলির প্রায় দেড় শো মিটার রাস্তায় বন্যার জল প্রবেশ করে আনুমানিক আরাই ফুট। বিশেষ করে ওই গলিতে স্থিত প্রায় চল্লিশ বছর পুরোনো ভোলাগিরি আশ্রমের ভিতরের ঘর গুলোতে প্রায় চার ফুটের মতো বণ্যার জমা জলে রয়েছে বর্তমানে। বিগত ১৬ বৎসর থেকে বর্ষার সময় ভোলাগিরি আশ্রমে (Bholagiri Ashram)বসবাসকারী ঘর গুলোতে প্রায় তিন ফুটের মতো বৃষ্টির জমা বিশুদ্ধ জলের মধ্যে ডুবে থাকে প্রায় তিন-চার মাস, প্রচুর দুঃখ -কষ্টে দিন পুয়োতে হয় সাধু দের।
এই বৃষ্টির জমা জলের জন্য সাধুদের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়, এই বিশুদ্ধ বৃষ্টির বা বণ্যার প্লাবিত জমা জলের কবল থেকে নিষ্কাশনের জন্য জেলা প্রশাসন সহ সাংসদ ও শিলচরের বিধায়কের কাছে আবেদন করেন যে, উনারা যদি ঐক্যবদ্ধ ভাবে সঠিক পরিকল্পনা মাফিক স্থায়ীভাবে জমা জল নিষ্কাশনের পদক্ষেপ নেন, তাহলে এই অঞ্চলবাসী জনগন আগামী দিনে বণ্যার বিশদ্ধ জমা জলের সমস্যার থেকে মুক্তি পাবে বলে সাংবাদিকদের জানান উক্ত আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ স্বামী ভুবনানন্দ গিরি মহারাজ এবং এই রাস্তার ভুক্তভোগীরা বন্যার জল প্রবেশ করেছে তাঁদের ঘরে প্রচুর কষ্টে দিন যাচ্ছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি সুবিধা পাননি তারা। তাই তারা সরকারের কাছে সাহায্যের আর্জি জানান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন দত্ত চৌধুরী, বিশ্বজিৎ রায় (পাল্লু) সহ অন্যান্যরা।
Bholagiri Ashram বন্যায় প্লাবিত জমা জলে রাঙ্গিরখাড়ী ভোলাগিরি আশ্রম ও আশ্রম রোড জলমগ্ন।
MORE NEWS – Dubrajpur Thana ৭ টি মোটর বাইক আটক করল দুবরাজপুর থানার পুলিশ।
বীরভূম, সেখ ওলি মহম্মদ,Tv20 Bangla:- যে সমস্ত জায়গায় দুষ্কৃতীরা চুরি বা অপরাধ করে। তাঁরা সাধারণত নম্বরপ্লেট বিহীন গাড়ীতে করে। তাই ক্রাইম রুখতে তৎপর হল বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলার দুবরাজপুর থানার (Dubrajpur Thana) পক্ষ থেকে আজ রবিবার থানার সামনে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে ধরপাকড় শুরু করল দুবরাজপুর থানার পুলিশ। CONTINUE READING