Monday, January 13, 2025
- Advertisement -

Bomb blast at Domkal in Murshidabad :- ডোমকলে গভীর রাতে বোমা বিষ্ফোরন। মৃত্যু হল এক যুবকের আহত  আরও তিন ।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ :-
সোমবার রাতে ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকার মাঠের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা। সেই সময় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় সিরাজুল শেখ নামের এক ব্যক্তির। মৃত ব্যক্তির বয়স ২৭বছর । আহত হয়েছেন আরও নাজবুল শেখ নামের এক যুবক । হাসপাতালে ভর্তি করা হয় আহতকে । বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে জমি দখলের পরিকল্পনা।
জমি দখল ঘিরে ফোন আসত বারবার, সতর্ক করেছিলেন সিরাজুলের বাবা আশরাফ মন্ডল । কিন্তু মানা না শুনেই জমি দখলের জন্য তৈরী হওয়া দলে গিয়েছিল ছিল ছেলে। সোমবার রাতে ডোমকলে পাটের জমিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ডোমকলের যুবক সিরাজুল শেখের ।সিরাজুলের বাবা আশরাফ মন্ডল জানান, রাত্রি ৯ টা নাগাদ বোমা বিস্ফোরণ হয়। শব্দ শুনতে পান সকলে। গ্রামের মানুষই জানান, মৃত্যু হয়েছে ছেলের। গ্রামের মোড় থেকেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ছেলেকে। ছেলের সহযোগীদের নামও জানান বাবা।
পাশাপাশি ডোমকলের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের তিনটি জেলায় পরপর দু’টি বিস্ফোরণ-সহ সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দেওয়ার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments