কাজল মিত্র :-রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে। এমনই চিত্তরঞ্জন চক্রের প্রতিটি স্কুলেই এইভাবে স্থায়ী ভাবে সিমেন্টের বসার জায়গা এবং খাওয়ার থালা রেখে খাবার উঁচু জায়গা করা হচ্ছে। যাতে করে বাচ্চারা আরাম করে বসে খাবার খেতে পারে।আজ এমন এক আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল খাবার জায়গা
উদ্বোধন হলো হিন্দুস্তান কেবলস পুরনো কলোনির হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে সালানপুর ব্লকের চিত্তরঞ্জন চক্র এর তরফে
স্কুলের ফাঁকা জায়গায় রঙিন টিনের ছাউনির তলায় এই স্থায়ী খাওয়া – দাওয়ার বন্দোবস্ত হচ্ছে। বুধবার এই রকমই একটি স্থায়ী শেড ও খাওয়ার জায়গার এর সূচনা করলেন চিত্তরঞ্জন চক্রের বিদ্যালয় পরিদর্শক পাপিয়া মুখোপাধ্যায়। Govt: of West Bengal, Govt: of West Bengal
সঙ্গে ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, শিক্ষক নেতা বিপ্লব মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। জানা গেছে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা খরচ করে ৬১০ বর্গফুটের এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । রোদ জল ঝড় যাই হোক না কেন স্কুলের পড়ুয়ারা নিশ্চিন্তে এখানে মিড ডে মিল আহার করতে পারবে। এস আই পাপিয়া মুখোপাধ্যায় বলেন এই চক্রের প্রতিটি স্কুলেই পর্যায়ক্রমে এই ব্যবস্থা গড়ে তোলা হবে। এখনই বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পাকাপোক্ত এই নির্মাণ হয়েছে, ধীরে ধীরে সব স্কুলেই এমন বাবস্থা করা হবে।
Govt: of West Bengal রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে।
MORE NEWS – Ananda Shingh আনন্দ সিংহের স্মৃতি স্মরণে বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার সামগ্রি বিতরণ করা হয়।
পার্থ ঝা, মালদাঃ- স্বর্গীয় আনন্দ সিংহ স্মৃতি স্মরণে, বুধবার সকালেবুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহর উদ্যোগে তার স্বামী আনন্দ সিংহের স্মৃতি স্মরণে বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার সামগ্রি বিতরণ করা হয়। এদিন এলাকার পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ তার স্বামীর স্মৃতিসরন রেখেই এলাকার স্কুলকে বেছে নিয়েছেন তিনি, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এর মধ্য দিয়ে তার স্বামীর স্মৃতি স্মরণ করেন। এদিন উপস্থিত ছিলেন বুলবুলচন্ডী অঞ্চলের প্রধান সমীর সাহা বুলবুলচন্ডী অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী পীযুষ মণ্ডল সহ মধ্যম কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ বর্তমানে দায়িত্ব থাকা প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকা ছাড়াও, CONTINUE READING