নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিলো DGSEI সংস্থা। গত 6 ফেব্রুয়ারি DGSEI সংস্থার সোনামুখী শাখার শুভ উদ্বোধন হয়েছিল এবং সে দিন সংস্থার পক্ষ থেকে সোনামুখী পৌর শহরের পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । সেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মোট 105 জন পড়ুয়া । রবিবার প্রত্যেককেই সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হল ।
আগামী দিনে ছাত্র-ছাত্রীদের সার্বিক শ্রী বৃদ্ধি করায় এই সংস্থার মূল লক্ষ্য। ইতিমধ্যেই সোনামুখী শাখায় সংস্থার পক্ষ থেকে কম্বাইন্ড কম্পিউটার কোর্স, স্পোকেন ইংলিশ ও গ্রুমিং এর মত কোর্স গুলো শুরু হয়েছে একেবারে সল্প মূল্যে।
অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিলো DGSEI সংস্থা
More News – আজকালকার ছেলেমেয়েরা নিজের জেলার ইতিহাস সম্বন্ধেই জানে না
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:- আজকালকার ছেলেমেয়েরা নিজের জেলার ইতিহাস সম্বন্ধেই জানেনা। তাদের দুনিয়া মোবাইলেই সীমাবদ্ধ। সারাক্ষণ মোবাইলে টুকটুক করে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক করতে করতেই দিন শেষ হয়। অবশ্য তাদের সেই ইতিহাস জানানোর ব্যবস্থা করে নি এতদিন কর্মকর্তা আধিকারিকরা।পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগার আধিকারিক নিজেই জানেন না মেদিনীপুর জেলার ইতিহাস সম্বন্ধে, জেলার ইতিহাসের খ্যাতনামা বইটাই তিনি পড়েননি । আজ দাসপুরে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা উদ্বোধন করতে এসে এমনই তীব্র ভাষায় একাধিক প্রশাসনিক আধিকারিক কে ভর্ৎসনা করলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁঞ্যা। একই সাথে পরামর্শ দিলেন একাধিক আধিকারিকেও কিভাবে স্কুল স্তর পর্যন্ত জেলার ইতিহাস পৌঁছে দেওয়া যায়।
আজ থেকে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। পূর্ব সূচি অনুযায়ী ১২ ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে সেই মেলা হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আধিকারিকরা মেলা আয়োজন করে দাসপুরে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীর, জেলাশাসক ডক্টর রশ্মী কোমল, সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক পদাধিকারীরা। প্রধান অতিথি হিসেবে মানস বাবু তার বক্তব্যে বারবার আক্ষেপ করে বলেন জেলার ইতিহাস, মহাকুমার ইতিহাস দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছে। Continue Reading