শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :-আবেদন করার কয়েক ঘন্টার মধ্যেই জাতিগত শংসাপত্র হাতে চলে আসবে এমনটা এতদিন ভাবেই নি কেউ। আর সেই কাজটাই করে দেখালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসন। বাংলা ভাষার অন্যতম রূপকার পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ১৮২০ সালে জন্মগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। অগাধ পাণ্ডিত্য এবং বাংলা ভাষায় তাঁর অবিস্মরণীয় অবদানের সম্মান হিসেবে কলকাতা সংস্কৃত কলেজ ১৮৩৯ সালের ৪ঠা ডিসেম্বর তাকে “বিদ্যাসাগর” উপাধিতে ভূষিত করে। এই বিশেষ দিনটিকে সম্মান জানাতে শনিবার ঘাটাল মহকুমার প্রশাসন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে আয়োজন করে তৎক্ষণাৎ আবেদনের ভিত্তিতে জাতিগত শংসাপত্র প্রদানের একটি কর্মসূচির। এর আগে জাতি গত শংসাপত্র পাওয়ার জন্য এলাকার মানুষদের বিভিন্ন অফিসে দৌড় ঝাঁপ করতে হতো। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার সমগ্র পদ্ধতিতে অত্যন্ত সহজ করে এনেছে। অবেদনের
অবেদনের কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেল জাতিগত শংসাপত্র শতাধিক আবেদনকারী, নজির করল প্রশাসন
মহকুমা প্রশাসক এলাকার এলাকা ভিত্তিক শংসাপত্র সংক্রান্ত ক্যাম্পও করেছে। এই দিনের ক্যাম্পে উপস্থিত থেকে নিজে হাতে তাৎক্ষণিক আবেদনের ভিত্তিতে সংশা পত্র প্রদান নিয়ে কাজ করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ঘাটালের বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিক বলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর উপাধি পাওয়ার বিশেষ দিনটিকে সম্মান জানানোর জন্য আমরা এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেছিলাম। জাতিগত শংসাপত্র পাওয়ার আগে আবেদন করে থাকা বহু মানুষ জনকে এখান থেকে তাদের শংসাপত্র বিতরণ করা হয় এবং তাৎক্ষণিক আবেদনের ভিত্তিতে এইদিন একশোর কাছাকাছি মানুষকে এদিন শংসাপত্র হাতে তুলে দেওয়া হয়, এছাড়া আগে আবেদন করে রেখেছিলেন এমন ব্যক্তিদের হাতেও শংসাপত্র এদিন তুলে দেওয়া হয় সেই সংখাটাও শতাধিক। এত দ্রুত জাতি গত শংসাপত্র পেয়ে বহু মানুষ উপকৃত হবেন এমনটাই আমরা আশারাখি। আগামী দিনে চেষ্টা করা হবে প্রশাসনের তরফে এই ধরনের আরও ক্যাম্পের আয়োজন করা যায় কিনা।
More News- স্কুলে নিষিদ্ধ মোবাইল ফোন
করোনা আবহে স্কুল খোলার পর পড়ুয়াদের স্কুলমুখি করতে নেওয়া হচ্ছে নানান কর্মসূচি, অন্যদিকে স্কুলে এসেও মোবাইল ব্যবহারে আসক্তি কাটছে না। সেই ছবি উঠে আসছে সোস্যাল মিডিয়াতেও। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১নম্বর ব্লকের একটি হাইস্কুল থেকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি৷ যেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী৷ Continue Reading