গোপাল বিশ্বাস, নদীয়া :- আমি কিছু জানিনা, আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন হাঁসখালি ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালী। এদিন তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়। নদীয়ার হাঁসখালি তে তৃণমূল পঞ্চায়েত সদস্য ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণ হয় এক নাবালিকা। রাতে গোপনাঙ্গের তীব্র যন্ত্রণা এবং রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ওই নাবালিকার। অভিযোগ ওঠে প্রমাণ লোপাটের জন্য মৃত ওই নাবালিকাকে তড়িঘড়ি শ্মশানে দাহ করে দেয় অভিযুক্ত কয়েকজন যুবক। ওই রাতে নাবালিকার পরিবারকে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
দুইদিন আগে নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে গতকাল মূল অভিযুক্ত সহেল গোয়ালীকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘক্ষন তাকে জিজ্ঞাসাবাদের পর হাঁসখালি থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে তুলে। প্রশাসনিক সূত্রে খবর মূল অভিযুক্ত বিরুদ্ধে খুন ধর্ষণ এবং প্রমাণ লোপাট সহ একাধিক মামলা রুজু করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হবে কিনা প্রশাসনের তরফ থেকে সেটা এখনও কিছু জানা যায়নি।
আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন ,”আমি কিছু জানিনা” হাঁসখালি ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালী।
MORE NEWS – হাঁসখালি ধর্ষণের ঘটনায় চলছে বিজেপির ডাকা 12 ঘণ্টা বন্ধ।
Tv20Bangla:- হাঁসখালি ধর্ষণের ঘটনায় বিজেপির পক্ষ থেকে চলছে 12 ঘণ্টা বন্ধ। সকাল থেকেই গোটা হাঁসখালি জুড়ে দোকানপাট বন্ধ। বিজেপি কর্মীরা এর সমর্থনে পতাকা হাতে পথে নেমেছে। উল্লেখ্য গত 5 তারিখে নদীয়ার হাঁসখালি থানার গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালীর ছেলে সোহেল গোয়ালীর বিরুদ্ধে। তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকাকে বলপূর্বক শ্মশানে দাহ করে দেওয়া হয়। শুধু তাই নয় পরবর্তী কালে যার এ কোন প্রমাণ না পাওয়া যায়, CONTINUE READING
রামনবমী উৎসব পালন হিন্দুজাগরণ মঞ্চের পক্ষ থেকে বারাসাতে৷
পলতা জোহর কলোনিতে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,গ্রেফতার স্বামী।
এক প্রতিবন্ধী শিক্ষকের হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী।
এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য কুশিদায়,মৃত্যু ঘিরে রহস্য,তদন্তে পুলিশ।